এশিয়া কাপ ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ফাইনালের স্বপ্নভঙ্গ হলো পাকিস্তানের কাছে হেরে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টাইগারদের ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাবর আজমের দল। এর ফলে টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ভারত–পাকিস্তান ফাইনাল দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
ম্যাচে টস জিতে আগে বোলিংয়ে নেমে শুরুতেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শেখ মেহেদির নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। তবে শেষ দিকে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ ও নেওয়াজের ১৫ বলে ২৫ রানে ভর করে দাঁড় করায় ১৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন নিয়েছেন ৩ উইকেট, রিশাদ ও মেহেদি শিকার করেছেন ২টি করে।
জয়ের জন্য ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ওপেনার ইমন শূন্য হাতে ফিরলে অন্যরাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। সাইফ হাসান করেন মাত্র ১৮, নুরুল হাসান ১৬ রান। কিছুটা লড়াই করেন শামীম হোসেন—২৫ বলে করেন ৩০ রান। কিন্তু শাহীন আফ্রিদির বলে আউট হয়ে ফেরার পর ভেঙে যায় সব আশা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে বাংলাদেশ থামে ১২৪ রানে।
পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ নেন ৩টি করে উইকেট, সাইম আয়ুব পান ২ উইকেট।
আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত–পাকিস্তান ফাইনাল।
পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ নিয়েছেন ৩টি করে উইকেট। সাইম আয়ুব পেয়েছেন ২ উইকেট।
বিআলো/শিলি