গ্রেফতারি শঙ্কায় ইউরোপীয় আকাশসীমা এড়ালেন ইসরাইলি প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিকল্প এক আকাশপথে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার সরকারি বিমান ‘উইংস অব জিয়ন’ ফ্রান্স ও মধ্য ইউরোপের আকাশসীমা এড়িয়ে গ্রিস–ইতালির সীমানা ঘেঁষে জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিকে প্রবেশ করে। এতে সাধারণ পথের তুলনায় প্রায় ৬০০ কিলোমিটার অতিরিক্ত ভ্রমণ করতে হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণেই নেতানিয়াহু এই বিকল্প রুট বেছে নিয়েছেন।
গত বছর নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি তার এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। ইসরাইল বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে আইসিসি সদস্য রাষ্ট্র আয়ারল্যান্ড ও স্পেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে। তবে ফ্রান্স জানিয়েছে, তারা এমন পদক্ষেপ নেবে না। ইতালি আবার প্রশ্ন তুলেছে—বাস্তবে এমন গ্রেফতার আদৌ সম্ভব কি না।
ফরাসি কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইসরাইল ফ্রান্সের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল এবং প্যারিস তাতে সম্মতিও দিয়েছিল। তবু শেষ পর্যন্ত নেতানিয়াহুর বিমান ফরাসি আকাশপথ ব্যবহার না করে অন্য রুটে উড়ে যায়। এক ফরাসি কর্মকর্তা মন্তব্য করেন, “তারা অন্য পথ বেছে নিয়েছেন, তবে কেন তা আমরা জানি না।”
নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এর পরবর্তী সপ্তাহে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি
বিআলো/শিলি