নদী রক্ষা শুধু সরকারের নয়, জনগণেরও দায়িত্ব: আমরা দুর্বার
নিজস্ব প্রতিবেদক: আয়োজকরা জানিয়েছেন, নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; জনগণের সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে আবর্জনা পরিষ্কার ও সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।
শুক্রবার সকালে নদী ও পরিবেশ নিরাপত্তার সংগঠন আমরা দুর্বার-এর উদ্যোগে মোহাম্মদপুর থেকে কামরাঙ্গীরচর মাদবর বাজার ঘাট পর্যন্ত সচেতনতামূলক প্রচার শেষে ওয়াকওয়ের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী জিএম রুস্তম খান। উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আব্দুর সালাম সময়, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার প্রবীণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ উদ্যোগে।
সাধারণ সম্পাদক রুস্তম খান বলেন, “আজকের প্রজন্মকে নদীর গুরুত্ব বোঝাতে হবে। নদী যদি মরে যায়, পরিবেশও ধ্বংস হবে। তাই আমাদের সবার দায়িত্ব নদী রক্ষা করা।”
বক্তারা নদীর তীর দখলমুক্ত করা, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালুর আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে নদী রক্ষায় নতুন অঙ্গীকার হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, সারা বছর এ ধরনের কার্যক্রম চালু থাকলে মানুষের মধ্যে নদীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ আরও গভীর হবে।
বিআলো/এফএইচএস