কনে ছিনিয়ে নিলেন ভাই, একা ফিরলেন বর
dailybangla
27th Sep 2025 11:03 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায় বিয়ে শেষে নববধূকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেছেন তার আপন ভাই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বর মুরাদ বেপারী স্ত্রী সুমাইয়া আক্তারকে নিয়ে ফেরার পথে কনের ভাই মোহাম্মদ মারুফ মোটরসাইকেলে এসে গাড়ি থামান। পরে তিনি বোনকে নিয়ে চলে যান। এ ঘটনায় একা বাড়ি ফিরতে হয় বরকে।
বর দাবি করেন, খাবার নিয়ে ঝগড়ার জেরেই নববধূকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কনের ভাই অভিযোগ অস্বীকার করে জানান, বরযাত্রী সংখ্যা বেশি হওয়ায় খাবার পরিবেশনে সমস্যা হয়েছিল, এ নিয়েই ভুল বোঝাবুঝি হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল ইসলাম বলেন, “এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। বিষয়টি পারিবারিক বলে মনে হচ্ছে।”
বিআলো/শিলি