ঢাকায় ব্যাংক কর্মকর্তাকে গলাকেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি পলাতক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগে পারিবারিক কলহের জেরে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শাশুড়ি পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লালবাগ থানার আরএনডি রোডের জমজম মদিনা টাওয়ারের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। রাতে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম স্ত্রী শারমিন ওরফে নোভা, দুই ছেলে এবং শাশুড়িকে নিয়ে উক্ত বাসায় থাকতেন। তিন মাস আগে তাদের মা বাসায় আসার পর থেকেই পারিবারিক কলহ বাড়ে। শুক্রবার বিকেলে স্ত্রী ধারালো বঁটি দিয়ে নজরুলকে কোপান বলে দাবি করেন তিনি। এতে নজরুলের গলা ও দুই হাতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহত নজরুল ইসলামের মরদেহ রাতে পুলিশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়।
লালবাগ থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিআলো/শিলি