নরসিংদীতে পূজামণ্ডপে ডিআইজি ও এসপির যৌথ পরিদর্শন
সীমা আক্তার॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর মাধবদী থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক ও নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মেনহাজুল আলম, পিপিএম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তারা পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ডিআইজি ও এসপি পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয় সেখানে।
ডিআইজি রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, দুর্গাপূজা ঘিরে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তিনি আশা প্রকাশ করেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হবে।
এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস