নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে দেড় হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—যশোর জেলার কোতোয়ালী থানার চুড়ামনকাঠি এলাকার শেখ মোঃ আনোয়ার হোসেনের ছেলে শেখ মোহাম্মদ ফয়সাল (৩৫) এবং নরসিংদী জেলার শিবপুর থানার মোল্লাবাড়ি এলাকার শামসুজ্জামান মোল্লার ছেলে মোঃ সারোয়ার হোসেন (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম অভিযান পরিচালনা করে। এসময় সাব-ইন্সপেক্টর (নিঃ) বিরাজ দাসের নেতৃত্বে এসআই (নিঃ) সজীব সাহা অভিজিৎ, এএসআই (নিঃ) উজ্জল কুমার মন্ডল, এএসআই (নিঃ) মোঃ সাঈদ আনোয়ার, কনস্টেবল আজিম মাহামুদ ও কনস্টেবল মোজম্মেল হক উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।
তল্লাশিতে শেখ মোহাম্মদ ফয়সালের হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা এবং মোঃ সারোয়ার হোসেনের কাছ থেকে পাঁচশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিআলো/শিলি