কালুখালীতে নূর-নেছা কলেজ চালুর দাবিতে মানববন্ধন
হাসিনা খাতুন, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাঁটাবাড়ীয়া এলাকায় নূর-নেছা কলেজ চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০১৫ সালে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুস সালাম কলেজটি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত না হলেও পড়াশোনার মান ভালো বলে স্থানীয়রা জানান। তবে চলতি বছরে প্রতিষ্ঠাতার সঙ্গে বিরোধের জেরে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এরপর ব্যক্তিগতভাবে শিক্ষকদের অনুদান বন্ধ করে দেন প্রতিষ্ঠাতা এবং মোবাইলে ফোন করে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে না আসতে বলেন।
কলেজের শিক্ষার্থীরা জানান, হঠাৎ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়বে।
অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান ইমন বলেন, “আমার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কলেজ বন্ধ করে দিলে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হবে।”
প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুস সালাম গত বছরের ৫ আগস্টের পর থেকে আমেরিকায় অবস্থান করছেন। তিনি আমেরিকার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এবং আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিষ্ঠাতার অনুপস্থিতি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কলেজটি বর্তমানে অচল অবস্থায় রয়েছে।
অধ্যক্ষ আরও জানান, গত বছর জুলাই পর্যন্ত তাদের সম্মানি দেওয়া হয়েছিল। এরপর একটি কুচক্রী মহলের প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। তিনি নূর-নেছা কলেজ চালু রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
বিআলো/শিলি