• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার 

     dailybangla 
    27th Sep 2025 6:57 pm  |  অনলাইন সংস্করণ

    মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর॥ মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ অভিযান চালানো হয়।

    গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—উত্তর ঝিকরহাটির মৃত মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি (৬২) ও মৃত ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। তবে অভিযানের সময় একই এলাকার এনামুল দর্জি ও সুমন দর্জি নামের আরও দুজন মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে মাদক বিক্রির জন্য নান্নু দর্জির বাড়িতে অবস্থান করছিল কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা ৫০টি প্যাকেটে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদারীপুরসহ আশপাশের এলাকায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে পলাতক এনামুল দর্জির বিরুদ্ধে অন্তত ৯টি মাদক মামলা আছে।

    এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930