খুলনা জেলায় কমিউনিটি ক্লিনিক জোরদারকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির: খুলনায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, যার সহযোগিতায় ছিলেন খুলনা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব রেজাউল মাকসুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার এবং প্রধান আলোচক ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন খুলনার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন। এ ছাড়া কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ মাল্টিমিডিয়ার মাধ্যমে কার্যক্রম উপস্থাপন করেন।
সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মকর্তারা, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও সাংবাদিকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব রেজাউল মাকসুদ জাহেদী বলেন— “কমিউনিটি ক্লিনিক হচ্ছে তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবার মূল ভরসা। তাই প্রতিটি ক্লিনিকে সংযোগ সড়ক, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সোলার সিস্টেমসহ সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”
প্রধান আলোচক আখতারুজ্জামান বলেন—“দেশের স্বাস্থ্যসেবায় সবচেয়ে বড় মাইলফলক হলো এই কমিউনিটি ক্লিনিক। ইতিমধ্যেই এটি বিশ্বের ৭০টি দেশে প্রশংসিত হয়েছে। দেশের প্রায় ১৪ হাজার ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা নরমাল ডেলিভারি থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এতে একদিকে গ্রামীণ হতদরিদ্র মায়েদের মুখে হাসি ফুটছে, অন্যদিকে জেলা হাসপাতালগুলোর চাপও কমছে। বছরে প্রায় ১৫ কোটি মানুষ এই ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাচ্ছেন।”
তিনি আরও জানান, কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে আরও জোরদার করা হলে এটি গ্রামীণ স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
বিআলো/তুরাগ