দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মাবলম্বীর মানুষ যুগ যুগ ধরে নিজ নিজ ধর্ম ও উৎসব উদ্দীপনার সঙ্গে পালন করে আসছে। এ ঐতিহ্যের ভেতর দিয়েই প্রকাশ পায় আমাদের সংস্কৃতির সৌন্দর্য, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।
তারেক রহমান মনে করিয়ে দেন, সংবিধান প্রতিটি নাগরিকের—বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী—নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। তাই ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি ইসলামের বাণী উদ্ধৃত করে বলেন, কোনো রাষ্ট্রনিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নিপীড়ন বা বঞ্চিত করা কঠোরভাবে নিষিদ্ধ, এ ব্যাপারে প্রিয় নবী (সা.) কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো অপচেষ্টা বরদাশ্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনারা নিশ্চিন্তে, নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন। সৌহার্দ ও সম্প্রীতির বার্তা সারাদেশে ছড়িয়ে দিন।”
তিনি আরও যোগ করেন, বিএনপি বিশ্বাস করে—“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার।”
সবশেষে তিনি নিজের এবং বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।
বিআলো/শিলি