টরন্টোর কাছে পয়েন্ট খোয়াল মেসিরা
স্পোর্টস ডেস্ক: আধিপত্য দেখিয়েও জয় পেল না ইন্টার মায়ামি। একের পর এক প্রচেষ্টা রুখে দিয়ে টরন্টোর মাঠ থেকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে ফিরেছে শন জনসনরা।
রোববার (২৮ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টোর বিপক্ষে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দল।
পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ৯ শটের মধ্যে ৬টিই গোলমুখে পাঠিয়েছিল মায়ামি। তবে সবক’টিই সামলে দেন মার্কিন গোলরক্ষক জনসন। বিপরীতে টরন্টো নেয় ৭ শট, যার মধ্যে ২টি ছিল লক্ষ্যে।
ম্যাচের শুরু থেকেই মেসি ছিলেন আক্রমণে সক্রিয়। ১২ মিনিটে তার পাস থেকে বালতাসার রদ্রিগেজের শট ঠেকিয়ে দেন জনসন। ২৯ মিনিটে মেসির নেওয়া সরাসরি শটও রুখে দেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে অবশেষে গোলের দেখা পায় মায়ামি। বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার ক্রসে হেডে জাল খুঁজে নেন তাদেও আয়েন্দে।
তবে দ্বিতীয়ার্ধে ফিরেই ম্যাচে সমতায় ফেরে টরন্টো। ৬০ মিনিটে দর্দে মিহাইলোভিচ ছয় গজ দূর থেকে আলতো স্পর্শে বল জালে পাঠান। এরপরও মায়ামির একের পর এক আক্রমণ সামলান জনসন। ৮৩ মিনিটে মেসির নেয়া ফ্রি-কিক ফিরিয়ে দেন তিনি।
শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ভাগাভাগি করে নিতে হয় পয়েন্ট। সমতা সত্ত্বেও ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলে তিনে উঠেছে মেসিদের ইন্টার মায়ামি।
বিআলো/শিলি