অনলাইন জুয়ার ঋণে যুবকের আত্মহত্যা
সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাটে অনলাইন জুয়ার ঋণের টাকা শোধ করতে না পেরে লিপন চন্দ্র দ্বীপ (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। নিহত লিপন চন্দ্র দ্বীপ জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাটিটারি গ্রামের মৃত ভূপেন্দ্রনাথের ছেলে। সে রাজধানীর ডাচ্ বাংলা ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিল।
পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, লিপন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার নেশায় আসক্ত ছিলেন। ওই নেশার ফাঁদে পড়ে বিপুল ঋণের বোঝা কাঁধে চেপে বসে। ঋণ টাকা শোধে ব্যর্থ হয়ে অনেকদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন সে। অবশেষে সেই চাপ সহ্য করতে না পেরে আত্ম- হত্যার পথ বেছে নেয়।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের গণ্ডি পেরিয়ে অনলাইন জুয়ার প্রভাব এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এতে জড়িয়ে নিঃস্ব হয়ে পড়ছে। তাদের দাবি, প্রশাসনকে অবিলম্বে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে। সচেতন মহলের অভিমত, অনলাইন জুয়া শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা মনে করেন, লিপনচন্দ্রের অকাল মৃত্যু যেন সবার জন্য একটি সতর্কবার্তা।
এ বিষয়ে আদিতমারী থানার ওসি আকবর আলী জানান, “নিহতের বড় ভাই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/শিলি