ইসরাইলি ড্রোন হামলায় পাকিস্তানি ট্যাংকারে আগুন, নাবিকরা নিরাপদ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন উপকূলে নোঙর করা পাকিস্তানি মালিকানাধীন একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ট্যাংকারে ইসরাইল ড্রোন হামলা চালায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: দ্য ডন
নাকভি শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ১৭ সেপ্টেম্বর ইয়েমেনের রাস আল-এসা বন্দরে নোঙর থাকা ট্যাংকারটি হামলার লক্ষ্যবস্তু হয়। এতে ছিলেন ২৭ জন নাবিক—ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান ও একজন নেপালি।
হামলার পর ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ক্রুরা তা নিয়ন্ত্রণে আনলেও পরে ইয়েমেনের হুথি যোদ্ধারা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় ও নাবিকদের আটক করে। তবে পরবর্তীতে ট্যাংকার ও নাবিকদের ছেড়ে দেওয়া হয়। বর্তমানে জাহাজটি ইয়েমেনের জলসীমার বাইরে অবস্থান করছে।
নাকভি আরও জানান, পরিস্থিতি সঙ্কটজনক হলেও বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পাকিস্তানি নাবিকরা নিরাপদে মুক্তি পেয়েছেন।
বিআলো/শিলি