যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পালটা অভিযোগ কলম্বিয়ার প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিলের সিদ্ধান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
শুক্রবার নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে যোগ দিয়ে মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ অমান্যের আহ্বান জানানোর পরপরই ওয়াশিংটন তার ভিসা বাতিলের ঘোষণা দেয়।
পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আমার ভিসা নেই, তাতে কিছু যায় আসে না। আমি শুধু কলম্বিয়ার নাগরিক নই, ইউরোপেরও নাগরিক—আমি একজন স্বাধীন মানুষ।”
তিনি আরও বলেন, গাজায় ‘জাতি হত্যার’ নিন্দা জানানোর কারণে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে, তারা আন্তর্জাতিক আইনকে আর সম্মান করছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে পেত্রো ফিলিস্তিনিদের মুক্ত করতে একটি বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠনেরও আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র বলছে, তার “উসকানিমূলক কর্মকাণ্ডের” কারণেই ভিসা বাতিল করা হয়েছে।
তবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতিতে জানায়, ভিসাকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘের মূল চেতনার পরিপন্থি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।
বিআলো/শিলি