ম্যানইউ, চেলসি ও লিভারপুলের হারের রাত
dailybangla
28th Sep 2025 4:09 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে বড় অঘটন ঘটে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল—তিন জায়ান্ট দলই হার নিয়ে মাঠ ছাড়ে।
ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানইউ, ব্রাইটনের কাছে একই ব্যবধানে হেরেছে চেলসি। লিভারপুল ২-১ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
এদিন ম্যানসিটি পেয়েছে বড় জয়। বার্নলির বিপক্ষে তারা ৫-১ ব্যবধানে জিতেছে।
ম্যাচে দুবার লক্ষ্যভেদ করেন আর্লিং হলান্ড। প্রথমার্ধেই বার্নলির দুটি আত্মঘাতী গোল সিটিকে এগিয়ে দেয়।
অন্যদিকে ম্যানইউর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের পেনালটি মিসে হতাশ হয় দল। দশজনের দলে পরিণত হওয়া চেলসিও লিড ধরে রাখতে ব্যর্থ হয়।
লিভারপুল শেষ মুহূর্তে ম্যাচে ফিরলেও যোগ করা সময়ে প্রতিপক্ষের গোলে হেরে যায়।
বিআলো/শিলি