• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কামরাঙ্গীরচরে আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মৃতিময় পুনর্মিলনী 

     dailybangla 
    28th Sep 2025 7:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার দিনভর সাবেক ছাত্র-শিক্ষকদের পুনর্মিলনীতে ভেসে উঠেছিল হাসি-আনন্দ আর পুরোনো দিনের স্মৃতিচারণ।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেন। তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে এই বিদ্যালয়কে আমরা ঢাকার সেরা স্কুলে রূপ দিতে পারবো।

    প্রাথমিক বিদ্যালয়ে এমন পুনর্মিলনী সত্যিই বিরল ঘটনা। আজকের আয়োজন প্রমাণ করেছে, প্রাক্তনদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।

    পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকে ভাগাভাগি করেন স্কুল জীবনের নানা গল্প। কেউ আবার বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকারও করেন। প্রাক্তনদের মিলনে পুরো স্কুল প্রাঙ্গণ যেন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ মনির হোসেন।

    বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম, আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সমাদ্দার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আসমা খাতুন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930