মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন ডি এ তায়েব, তামান্না হক এবং সুমন মাহমুদ
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: দেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিকদের সংগঠন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ গত ২৭ সেপ্টেম্বর শিল্পকলার চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজন করে মিজাফ শরৎ সন্ধ্যা -১৪৩২ বঙ্গাব্দ।
দেশের জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মাঝে মাঝে দেশের স্বনামধন্য সব তারকাদের হাতে মিজাফ স্টার অ্যাওয়ার্ড – ২০২৫ তুলে দেয়া হয়।
যেখানে চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত হয়ে শ্রেষ্ঠ চিত্রনায়কের সম্মাননায় ভূষিত হন। এছাড়াও সংগীতে অবদানের জন্য তামান্না হক এবং চলচ্চিত্র অভিনেতা হিসেবে সুমন মাহমুদকে মিজাফ স্টারেওয়ার্ড – ২০২৫ প্রদান করা হয়।
শিল্পকলার মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন সহ দেশের স্বনামধন্য তারকা আখি আলমগীর, রবি চৌধুরী, ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, শফি মন্ডল, মুজিব পরদেশী, দিলারা জামান সহ আরো অনেক তারকা তাদের নিজস্ব অবস্থানে বিশেষ অবদানের জন্য সম্মাননা গ্রহণ করেন।
জানতে চাইলে চিত্রনায়ক ডি এ তায়েব বলেন, আসলে অ্যাওয়ার্ড পেলে প্রতিটা মানুষের ভালো লাগে। আমারও ভালো লাগছে। আমি সিনেমা নিয়ে কাজ করি দীর্ঘদিন। এই কাজ করতে গিয়ে অনেক বাধা প্রতিবন্ধকতার স্বীকার হয়েছি। যখনই আমার কাজের স্বীকৃতি ও সম্মান স্বরূপ অ্যাওয়ার্ড হাতে উঠে তখন সব ভুলে যাই। আবার নতুন করে কাজ করতে মনোবল আসে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি সাঈদ মাহমুদ অনুষ্ঠানটির সফলতায় সকলের প্রতি কৃতজ্ঞতা এবং পরবর্তীতে সকলকে সংগঠনটির পাশে থাকার আহ্বান জানান।
বিআলো/তুরাগ