রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবস পালন
রাসেদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সোনারগাঁ রয়েল রিসোর্টে আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ একটি ঐতিহাসিক স্থান। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভ্রমণে আসেন। সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানাম সিটি ও অন্যান্য দর্শনীয় স্থানকে কেন্দ্র করে পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হলে নিরাপত্তা, সুলভ আবাসন ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করা স্থানীয়দের দায়িত্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে সোনারগাঁয়ের এমপি হিসেবে কবুল করেন, তবে আমি কাঁচপুর ও মেঘনা শিল্পনগরীর প্রবেশপথে দুটি গেইট স্থাপন করব, যা ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের শোভা বৃদ্ধি করবে।”
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাজাহান মেম্বার এবং সঞ্চালনা করেন সোনারগাঁ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. আলামিন তুষার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামীম মিয়া, বিবি আছিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, সোনারগাঁও জনকল্যাণ যুব সংস্থার সভাপতি মো. ফয়সাল আহামেদ, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের সভাপতি সরদার এম এ মইন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিআলো/তুরাগ