ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য জানার অধিকার দিবস: ওয়েবপোর্টাল হালনাগাদের তাগিদ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত আলোচনা সভায় সরকারি ওয়েবপোর্টাল হালনাগাদ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, সরকারি দপ্তরের ওয়েবপোর্টালগুলো হালনাগাদ না থাকলে জনগণ সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়। তিনি বলেন, “যেসব সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদ নেই, তাদেরকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।” পাশাপাশি তিনি বেসরকারি সংস্থাগুলোকেও তথ্য প্রদানে আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানান।
“পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার এবং সঞ্চালনা করেন এসিজি’র সদস্য নুসরাত জাহান বুশরা।
সভায় টিআইবি’র চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন জেলার ২০২৫ সালের সরকারি দপ্তরসমূহের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর তথ্য হালনাগাদের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
২০২৪ সালে ৪৭টি প্রতিষ্ঠানের শতভাগ তথ্য হালনাগাদ থাকলেও ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৭টিতে (২২.৩৬%)।
নোটিশ বোর্ডে হালনাগাদ রয়েছে ৭৬ প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির (৫৯.২১%)।
খবর অংশে ২০২৪ সালে যেখানে ৫০টি প্রতিষ্ঠানের (৬৫.৭৮%) তথ্য হালনাগাদ ছিল, সেখানে ২০২৫ সালে হালনাগাদ রয়েছে মাত্র ২০টি প্রতিষ্ঠানের (২৬.৩১%)।
অফিস প্রধানের তথ্যও কমেছে; ২০২৪ সালে শতভাগ থাকলেও ২০২৫ সালে হালনাগাদ রয়েছে ৬৫ প্রতিষ্ঠানে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাছান। এছাড়া বক্তব্য দেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার বলেন, ওয়েবপোর্টালের তথ্য হালনাগাদের হার হতাশাজনক। এটি কাম্য নয়। জনগণ যাতে তথ্য থেকে বঞ্চিত না হয়, সেজন্য অবিলম্বে ওয়েবপোর্টাল হালনাগাদ করতে হবে।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস