পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত, যাত্রীদের দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। ভোরে ভাঙ্গুড়া স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় আতঙ্কিত হয়ে অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।
এদিকে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পার হলেও রেলওয়ের উদ্ধারকাজ এখনো শুরু হয়নি, ফলে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। যাত্রীদের মধ্যে অনেকে পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন।
বিআলো/শিলি