মতলব উত্তরে কৃষি ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ
জাকির হোসেন বাদশা, মতলব, উত্তর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন।
রোববার সকালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের এলাকার হাজারো মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, ১৯৮৮ সালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনে ব্যাংক শাখাটির যাত্রা শুরু হয়। ৩৮ বছর ধরে সুনামের সঙ্গে এর কার্যক্রম চলছে। বিদ্যালয়ের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ব্যাংকের জন্য নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি কিছু মহলের প্ররোচনায় শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।
এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাংক শাখা অন্যত্র নেওয়ার চেষ্টা করা হলে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। যেকোনো মূল্যে এ শাখা নাউরীতেই রাখতে হবে।
তাঁরা আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন মোবারক হোসেন, কামাল হোসেন, শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ানসহ অনেকে।
বিআলো/এফএইচএস