চিতলমারী বাজারকে মডেল বাজারে রূপান্তরে অঙ্গীকারবদ্ধ সভাপতি শোয়েব গাজী
চিতলমারী প্রতিনিধ: চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা আহ্বায়ক কমিটির সভাপতি শোয়েব গাজী দায়িত্ব গ্রহণের প্রথম মুহূর্ত থেকেই আবেগাপ্লুত। তিনি এই দায়িত্বকে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সামাজিক সেবার একটি সুযোগ হিসেবে দেখছেন। তাঁর মতে, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতায় চিতলমারী বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও গ্রাহকবান্ধব মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।
২৯ সেপ্টেম্বর সোমবার সকাল সাতটায় চিতলমারী বাজার মনিটরিং ও দুর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নতুন নেতৃত্ব হিসেবে তাৎক্ষণিক অগ্রাধিকার প্রসঙ্গে শোয়েব গাজী জানান, তিনি বাজারকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে কঠোর ভূমিকা রাখবেন। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ এবং আধুনিক সুবিধা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাজারের ভেতর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ব্যবসায়ীদের স্বস্তি নিশ্চিত করতেও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি, তিনি ক্রেতা-বিক্রেতাদের জন্য বাজারকে আরও স্বাচ্ছন্দ্যময় করার নতুন পদক্ষেপের কথাও তুলে ধরেন। বিশেষ করে ফুটপাত দখল, বাজার প্রবেশমুখের অগোছালো ভ্যান স্ট্যান্ড ও চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী সমস্যাগুলো সমাধানে প্রশাসনের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ছোট ও নতুন উদ্যোক্তাদের জন্য সহযোগিতা প্রসঙ্গে সভাপতি বলেন, তাদের ব্যবসা টিকিয়ে রাখা ও বিকশিত করার জন্য চিতলমারী বাজার ব্যাবস্থাপনা কমিটি পাশে থাকবে। ন্যায্য দাম নিশ্চিত করা, প্রতিযোগিতায় শৃঙ্খলা আনা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য গড়ে তুলতেই আমাদের করণীয়।
আগামী দিনে চিতলমারী বাজারকে একটি মডেল বাজারে রূপান্তরিত করার ভিশন তুলে ধরে শোয়েব গাজী জানান, এই বাজারকে আমরা শুধু ব্যবসার কেন্দ্র নয়, বরং মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় পরিণত করতে চাই।
সর্বশেষে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগ সফল নয়। তাই আসুন সবাই মিলে চিতলমারী বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও আদর্শ বাজারে গড়ে তুলি।
এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী মোঃ জেন্নাত শেখ, হুমাউয়ুন শেখ, রিয়াজ, আসাদ, এছাড়াও আরো অন্য অন্য ব্যবসায়ী রা উপস্থিত ছিলেন।
এমন অঙ্গীকার ও ভিশন প্রকাশ করায় ব্যবসায়ী সমাজ ও স্থানীয় মানুষজন শোয়েব গাজীর নেতৃত্বের প্রতি আস্থা ও প্রশংসা প্রকাশ করেছেন।
বিআলো/ইমরান