মাদাগাস্কারে জেন-জি তরুণদের বিক্ষোভে উত্তাল রাজধানী
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। পানি ও বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ এবার সরাসরি সরকারের পতন দাবিতে গড়িয়েছে।
সোমবার রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় অনেকেই প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ও প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসের পদত্যাগের দাবি জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার নেপালের ‘জেন-জি আন্দোলন’ থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরা এ সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন। গত কয়েক বছরের মধ্যে এটিই দেশটির সবচেয়ে বড় প্রতিবাদে রূপ নিয়েছে।
২০২৩ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে গত বৃহস্পতিবার থেকে রাজধানীতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ।
সোমবার রাজধানীর একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। জাতীয় সংগীত গেয়ে ও প্ল্যাকার্ড হাতে তারা সড়ক অবরোধ করেন। ইট-পাথর ও বৈদ্যুতিক খুঁটি দিয়ে ব্যারিকেডও তৈরি করা হয়।
স্থানীয় টেলিভিশন ২৪২৪ এমজি-এর সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে সড়কের ব্যারিকেড সরিয়ে ফেলছে।
এদিকে, রবিবার এক বক্তৃতায় প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেন যে তার শাসন ব্যবস্থায় কিছু ভুল রয়েছে।
তিনি বলেন, “যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি। এখন সংস্কারের পথ খুঁজছি।”
বিক্ষোভকারীরা নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতীকী পতাকা ব্যবহার করেছেন। নেপালে এ আন্দোলনের চাপেই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন। কেনিয়ার মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মাদাগাস্কারেও তরুণরা সংগঠিত হচ্ছেন। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি