অভিনয়ে শেখার পথেই আছি: তমা মির্জা
বিনোদন ডেস্ক: প্রায় দেড় যুগ ধরে অভিনয়জগতে সক্রিয় তমা মির্জা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই অভিনেত্রী নিজের সাফল্য সত্ত্বেও নিজেকে এখনো শিক্ষানবিশ বলেই মনে করেন। অভিনয়, গান ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা মির্জা অকপটভাবে বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। মনে হয় কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
অভিনয়ের পাশাপাশি গান শোনার নেশা আছে এ নায়িকার। তবে নিজের গলার প্রতি আস্থা নেই তার। তিনি বলেন, “আমি গান শুনতে খুব ভালোবাসি। রোমান্টিক হোক, স্যাড হোক কিংবা কাওয়ালি—সবই শুনি। কিন্তু গাইতে পারি না, আমার গলার সুর একেবারেই খারাপ। গান আসলে গড গিফটেড, সেটা আমার নেই। তবে অভিনয়ে আল্লাহ আমাকে কিছুটা দক্ষতা দিয়েছেন, সেটাই দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করি।”
২০১০ সালে ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। এরপর শাকিব খান, আমিন খান, কাজী মারুফ, আফরান নিশো, রোশানসহ প্রথম সারির অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি।
২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় ছায়া চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা মির্জা।
বিআলো/শিলি