মায়ানমারগামী সিমেন্ট পাচারকালে ২৪ জন আটক
নিজস্ব প্রতিবেদক: মায়ানমারে মাদকের বিনিময়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সিমেন্ট পাচারের সময় ২৪ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তরের সময় তাদের আটক করা হয়। এসময় প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ২৪ জন পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড।
জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/এফএইচএস