দিশা পাটানি ফিরলেন শুটিংয়ে
dailybangla
30th Sep 2025 5:12 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: উত্তরপ্রদেশে বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনার পর সতর্ক হয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।
সম্প্রতি ব্যাংককে শুরু হয়েছে তাঁর নতুন ছবি আওয়ারাপান ২-এর শুটিং।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমি অভিনীত আওয়ারাপান ছিলো সুপারহিট ছবি। এর সিক্যুয়েলে এবার দিশাকে ইমরানের বিপরীতে প্রথমবার দেখা যাবে।
সিনেমার অর্ধেক শুটিং ব্যাংককেই হবে বলে জানা গেছে। পুরো টিম এক মাস সেখানেই অবস্থান করবে।
প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, প্রতিটি দৃশ্য যতটা সম্ভব বাস্তব করে তুলতে বড় শিডিউল নেওয়া হয়েছে।
বিআলো/শিলি