অক্টোবরেই দেখা যাবে হার্ভেস্ট সুপারমুন
dailybangla
30th Sep 2025 5:16 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: এ বছর টানা তিনটি সুপারমুন দেখার সুযোগ থাকছে। এর প্রথমটি দেখা যাবে আগামী ৬ অক্টোবর, যা ‘হার্ভেস্ট মুন’ নামে পরিচিত। এই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করায় আকারে বড় এবং উজ্জ্বল দেখা যাবে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ৬ ও ৭ অক্টোবর রাতেই সুপারমুন পর্যবেক্ষণ সম্ভব হবে।
জ্যোতির্বিদরা বলছেন, চাঁদ দিগন্তের কাছে সোনালি কমলা রঙ ধারণ করবে।
প্রাচীনকালে কৃষকেরা ফসল কাটার কাজে চাঁদের উজ্জ্বল আলো ব্যবহার করতেন বলে একে ‘হার্ভেস্ট মুন’ বলা হয়।
বিশেষ কোনো যন্ত্র ছাড়াই খালি চোখে এই দৃশ্য দেখা যাবে।
বিঅিালো/শিলি