লাইফস্টাইল সাংবাদিকতায় গাজী আনিসের বিশেষ স্বীকৃতি
নক্ষত্র নারী সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানে সেরা লাইফস্টাইল সাংবাদিক হিসেবে সম্মাননা অর্জন
নিজস্ব প্রতিবেদক: লাইফস্টাইল সাংবাদিকতায় নতুন দৃষ্টিভঙ্গি ও সৃষ্টিশীল প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার কাজের স্বীকৃতি হিসেবে চ্যানেল 24’র সাংবাদিক গাজী আনিস পেলেন নক্ষত্র নারী সংগঠন কর্তৃক প্রদত্ত সম্মাননা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত নক্ষত্র নারী সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই সম্মাননা ক্রেস্টের মাধ্যমে তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা, অভিনেতা শিপন মিত্র, এবং সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম।
গাজী আনিসের প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তারা নতুন উদ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন। এই প্রতিবেদনের মাধ্যমে তিনি শুধু তাদের প্রচেষ্টা তুলে ধরেন না, বরং ছোট থেকে বড় উদ্যোক্তাদেরকে কৌশলগত পরামর্শও দেন, যাতে তারা তাদের পণ্য ক্রেতাদের নজরে আনতে পারেন।

সম্মাননা গ্রহণের পর গাজী আনিস বলেন, “লাইফস্টাইল সাংবাদিকতায় যুক্ত থেকে চেষ্টা করেছি উদ্যোক্তাদের জন্য কাজ করার। প্রতিবেদনের মাধ্যমে সৃষ্টিশীল কাজগুলোকে বিভিন্ন সময় তুলে ধরেছি। এতে অনেকের ব্যবসার পরিধি বেড়েছে। পাশাপাশি একজন উদ্যোক্তা কীভাবে বড় পরিসরে নিজের কাজ উপস্থাপন করবেন কিংবা তার পণ্যে কী ভিন্নতা আনলে ক্রেতাদের নজরে আসবেন, খুঁটিনাটি নানা পরামর্শ দিয়ে তাদের প্রতিনিয়ত সহযোগিতা করছি। আর আমাকে এই স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ জানাই নক্ষত্র নারী সংগঠনকে।”
এই সম্মাননা প্রদানের মাধ্যমে সংগঠনটি সমাজে উদ্ভাবনী ও সৃজনশীল কাজের প্রতি গুরুত্ব আরোপ করছে এবং সাংবাদিকতার মাধ্যমে উদ্যোক্তাদের সমর্থন করার গুরুত্ব তুলে ধরছে। গাজী আনিসের অর্জন অনেকের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
বিআলো/তুরাগ