ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৬৯, আহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। আহত হয়েছেন দেড়শাধিক মানুষ।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার পর সেবু প্রদেশের উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাতে বুধবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর এখনো আফটারশক অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৬ শতাধিক আফটারশকের রেকর্ড পাওয়া গেছে বলে জানায় সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সেবুর প্রাদেশিক সরকার দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করেছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক হাসপাতালে আহতদের ভিড় বাড়তে থাকায় খোলা আকাশের নিচে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল ডিফেন্স কর্মকর্তা র্যাফি আলেজান্দ্রো জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি বোগো শহরের একটি হাসপাতালে অসংখ্য আহত রোগী ভর্তি করা হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ সদস্যরা সরাসরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
তীব্র ক্ষয়ক্ষতির মধ্যেও সেবুর আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, পানি ও উদ্ধার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো।
বিআলো/শিলি