বৃষ্টিতে ভিজে সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শন, আনন্দ উৎসবের অংশীদার হলেন ডিসি-এসপি
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জে মহাষ্টমীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বৃষ্টিভেজা সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁরা সোনারগাঁ উপজেলার বারদী ও পঞ্চমীঘাটের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজারীদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। নিরাপত্তা বিষয়ে কথা বললে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ বছরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে এবং এজন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাঁরা কৃতজ্ঞ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলার ২২৪টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। পরিদর্শনে গিয়ে দেখা গেছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ—এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত উদাহরণ। এই শান্তি ও সম্প্রীতি যেন বিশ্বে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, তা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, এই ঐতিহ্য নিয়েই আমরা গর্ব করি।
পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন, জেলার সাতটি থানায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা হচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর সহযোগিতা ও অংশগ্রহণে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারি করছে। কোনো আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে। এতে করে পূজা উদযাপন আনন্দমুখর ও সফল হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি), এবং পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ প্রদ্দার।
বিআলো/তুরাগ