সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর শোভন শুভ নিহত
মোঃ শফিকুল ইসলাম, মহম্মদপুর, মাগুরা: ফরিদপুরে ট্রাকের চাপায় নিহত হয়েছেন শোভন শুভ (২৩) নামের এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোভন শুভ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৩নং দিঘা ইউনিয়নের বিলঝলমল গ্রামের মো. মিজানুর রহমানের ছোট ছেলে। নিহতের বাবা মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। পরিবারসহ তারা ফরিদপুর শহরের গোয়ালচামক এলাকায় বসবাস করতেন।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, শোভন শুভ তিন বন্ধুসহ একটি মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফরিদপুর যাচ্ছিলেন। পথে একটি রিকশা গলি থেকে মূল সড়কে উঠলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
এ সময় পিছনে বসা শোভন শুভ ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বিআলো/শিলি