অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার
dailybangla
01st Oct 2025 5:13 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: বাজেট সংক্রান্ত ব্যয় বিল পাস করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ফেডারেল সরকার শাটডাউন।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই অচলাবস্থায় লাখো সরকারি কর্মচারীর বেতন আটকে গেছে।
সিনেটে ৬০ ভোটের শর্ত পূরণ না হওয়ায় বিলটি পাস হয়নি। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা পরস্পরকে দায়ী করছেন। ফলে জরুরি পরিষেবা ছাড়া অধিকাংশ সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ থাকবে।
প্রভাব পড়বে খাদ্য ও শিক্ষা বিভাগে।
তবে প্রতিরক্ষা, সীমান্তরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটির মতো সংস্থাগুলো খোলা থাকবে। ইতিহাসে এটি ১৫তম শাটডাউন।
বিশ্লেষকদের মতে, যতদিন পর্যন্ত কংগ্রেসে সমঝোতা না হচ্ছে, ততদিন এ অচলাবস্থা চলবে।
বিআলো/শিলি