চুয়াডাঙ্গায় পানিতে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
মিরাজুল ইসলাম মিরাজ, চুয়াডাঙ্গা: বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারালেন অষ্টম শ্রেণির ছাত্র রাকিব (১৪)। বুধবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা শহরের সাতগাড়ী এলাকার হযরত আলীর পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নিহত রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার প্রবাসী সেলিম উদ্দীনের ছেলে এবং স্থানীয় এম.এ. বারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি জানান, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছিল। “আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি,” বলেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।”
বিআলো/শিলি