কোটালীপাড়ায় বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমীর বাড়ৈ ওই গ্রামের সাধন বাড়ৈর ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, রাতে বৃষ্টির মধ্যে সমীর বাড়ৈ বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সকালে খুঁজতে গিয়ে তাকে বিলের পাশে অচেতন অবস্থায় পান। পরে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়েছে।
বিআলো/এফএইচএস