• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
    • ঢাকা, বাংলাদেশ

    এশিয়া কাপের ব্যর্থতা ভুলে জ্বলে ওঠার প্রত্যয় জাকির আলীর 

     dailybangla 
    01st Oct 2025 10:00 pm  |  অনলাইন সংস্করণ

    মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: এশিয়া কাপে ব্যর্থতার পর নতুন করে জেগে উঠতে চান বাংলাদেশ দলের নবনিযুক্ত অধিনায়ক জাকির আলী। বুধবার (১ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামের কনফারেন্স রুমে ‘এতিসালাত কাপ–আফগানিস্তান বনাম বাংলাদেশ সিরিজ ২০২৫’ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি প্রবাসী বাংলাদেশিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সামনে ভালো খেলার প্রতিশ্রুতি দেন।

    জাকির আলী বলেন, “এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় প্রবাসী বাংলাদেশিদের কাছে আমি দুঃখিত। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভালো কিছু উপহার দিতে চাই। তারা একটি শক্তিশালী দল, তবু আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

    আগামী ২ অক্টোবর শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ–আফগানিস্তানের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সেই ম্যাচে প্রবাসী সমর্থকদের মাঠে এসে উৎসাহ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ অধিনায়ক।

    অন্যদিকে, আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেন, “বাংলাদেশ দলে সাইফ হাসানের মতো প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারা ভালো করলে অবাক হওয়ার কিছু নেই। তবে আমরাও চাই সমর্থকদের জন্য চমৎকার খেলা উপহার দিতে।”

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলোয়াড়রা মাঠ পরিদর্শন করেন এবং ট্রফি উন্মোচন করেন। এ সময় বাংলাদেশ থেকে আগত ক্রীড়া সাংবাদিক, আফগানিস্তানের ক্রীড়া সাংবাদিক এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031