বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী: আনোয়ারুজ্জামান আনোয়ার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী এবং সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শাহিনবাগ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, তেজগাঁও সার্বজনীন ও তেজকুনি পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আনোয়ারুজ্জামান আনোয়ার আরও বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বিএনপি সবসময়ই চেয়েছে মানুষ যাতে তাদের ধর্ম নির্বিশেষে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে।”
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ