• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-০৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগে মানুষের ঢল 

     dailybangla 
    02nd Oct 2025 5:54 pm  |  অনলাইন সংস্করণ

     

    পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার আলহাজ্ব আব্দুর রহমানের

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় লালবাগের আমলিগোলা থেকে শুরু হয়ে লালবাগ কেল্লা, শহীদ নগরসহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

    গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় দলের সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম বলেন, স্বাধীনতার পর থেকে বারবার ক্ষমতার পালাবদল হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি। শাসকরা নিজেদের স্বার্থে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করেছে, পেশীশক্তি দিয়ে মানুষকে দমন করেছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন— “জনগণ যদি ইসলামের ওপর আস্থা রাখে, তবে ইসলামী আন্দোলন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।”

    সভায় উপস্থিত অধ্যাপক আশরাফ আলী আকন ঢাকা-০৭ আসনের সর্বস্তরের ভোটারদের ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন জানাতে আহ্বান জানান।

    প্রধান অতিথির বক্তব্য শেষে প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেন, “আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৭ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তবে খাদেম হয়ে পুরান ঢাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।”

    এসময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন— হাজী আলি আকবর হোসেন, সদর লালবাগ থানা মুজাহিদ কমিটি শাখা, মুফতি আব্দুর রহমান বেতাগ (কেন্দ্রীয় সদস্য, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ), ইসলামী যুব আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইলিয়াছ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আরিয়ান ইমন, লালবাগ থানার সভাপতি মাহবুবুর রহমান সবুজ, সেক্রেটারি সুমন হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    গণসংযোগ জুড়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের আশা, এ প্রচারণা পুরান ঢাকায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031