গত একদিনে ডেঙ্গুতে হাসপাতালে আরও ২৬৩ জন, এ বছর মৃত্যু ২০২
dailybangla
03rd Oct 2025 5:03 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: সারা দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৬৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০৫ জন পুরুষ এবং ৯৭ জন নারী। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৪৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিআলো/শিলি