জয়পুরহাটবাসীকে ধন্যবাদ জানালেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব
সুমন সরদার: উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হওয়ায় জয়পুরহাটবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
তিনি বলেন, জনগণের আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। জয়পুরহাট জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারের দুর্গোৎসব আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
পুলিশ সুপার জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি, বিদ্যুৎ বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা “টিম জয়পুরহাট” হিসেবে একযোগে কাজ করেছেন। এ সম্মিলিত প্রয়াসেই নির্বিঘ্ন উৎসব সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, জয়পুরহাট জেলা পুলিশ আগামীতেও স্থানীয়, জাতীয় ও বৃহৎ আয়োজনগুলোতে “টিম জয়পুরহাট” হিসেবে কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
বিআলো/শিলি