মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার, অস্ত্র, মাদক ও প্রতারণার সরঞ্জাম উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো— জাহিদুল ইসলাম (৩৭), বাদশা (২৭), স্বাধীন (২৩), আলাউদ্দিন (৪৬), শিপন (২৭), রাসেল (২৪), সম্রাট (২৬), মিরাজ ইকবাল প্রিন্স (২৬), ফজলে রাব্বি রিফাত (২০), শাহ আলম (৩০), সিয়াম (২০), ফারুক (৩৫), সাজ্জাদ (৩০) ও সুমন (২৪)।
অভিযানে তাদের কাছ থেকে একটি ওয়াকি-টকি ও দুইটি চার্জার, একটি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, একটি পিস্তল হোলডার, একটি প্রাইভেট কার, দুইটি মোবাইল ফোন, একটি কালো রঙের লোহার স্টিক, দুইটি আইডি কার্ড, একটি ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ভিসা সিগনেচার কার্ড, ২১ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০২ গ্রাম), ৬৬ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ ২,২০০ টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এনএসআই পরিচয়দানকারী প্রতারক জাহিদুল ইসলামসহ নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/তুরাগ