হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ক্যাম্পাসে সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিবুর রহমান। সঙ্গে সঙ্গে জবি ছাত্রদলের আহ্বায়ক হামিম ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা তাকে নিকটস্থ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদলসহ ক্যাম্পাসের বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
এছাড়া হাসিবুর রহমানের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
বিআলো/তুরাগ