গাজায় এখনই বোমাবর্ষণ বন্ধ করতে হবে: ট্রাম্পের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। হামাস নিজেদের হাতে থাকা জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ার পর তিনি এ বক্তব্য দেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “হামাসের সর্বশেষ বিবৃতি দেখে আমার বিশ্বাস হয়েছে, তারা দীর্ঘমেয়াদি শান্তির জন্য প্রস্তুত। এখনই ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যেন দ্রুত ও নিরাপদে সব জিম্মিকে উদ্ধার করা যায়।”
ট্রাম্প আরও জানান, যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয় নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তার দাবি, এই প্রস্তাব শুধু গাজা নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত শান্তি স্থাপনের পথ খুলে দিতে পারে।
গত সপ্তাহে গাজা সংঘাত অবসানে ট্রাম্প ২০ দফা সম্বলিত একটি নতুন পরিকল্পনা প্রকাশ করেছিলেন।
শুক্রবার হামাস সেই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর বিষয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।
বিআলো/শিলি