• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
    • ঢাকা, বাংলাদেশ

    নৌপরিবহন উপদেষ্টার দুবাইয়ে “World Maritime Day Parallel Event 2025”-এ অংশগ্রহণ 

     dailybangla 
    04th Oct 2025 6:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) আয়োজিত “World Maritime Day Parallel Event 2025”-এ অংশগ্রহণ করেছেন।

    বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি চলতি বছর ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। আগামী বছর অনুষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় ড. সাখাওয়াত হোসেন “Capacity Building for Sustainable Oceans” শীর্ষক সেশনে বক্তব্য রাখেন। তিনি উন্নয়নশীল দেশগুলোর জন্য নৌপরিবহন খাতে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরেন এবং বাংলাদেশসহ অন্যান্য দেশকে এই প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

    তার আলোচনায় উপদেষ্টা টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি (Blue Economy) বিকাশে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অপরিহার্য।

    প্যানেল আলোচনার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশের নৌপরিবহন খাতের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে, আসন্ন আইএমও কাউন্সিল নির্বাচন (ডিসেম্বর ২০২৫)-এ সি ক্যাটাগরিতে বাংলাদেশের প্রার্থীতা নিয়ে সমর্থন চেয়েছেন তিনি।

    বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের আন্তর্জাতিক ইভেন্টে সক্রিয় অংশগ্রহণ দেশের নৌপরিবহন খাতে বৈশ্বিক অবস্থানকে আরও দৃঢ় করবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা জোরদার করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031