গৌরবময় ২১ বছরের পথচলায় বসুন্ধরা সিটি শপিং মল
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কোলাহলমুখর শহরের বুকে দাঁড়িয়ে আছে এক আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন— বসুন্ধরা সিটি শপিং মল। শুধু একটি কেনাকাটার জায়গাই নয়, বরং এটি এখন হয়ে উঠেছে রাজধানীবাসীর জীবনধারার অংশ, বিনোদন ও পারিবারিক আড্ডার অন্যতম কেন্দ্র। সময়ের আবর্তে পার করে এসেছে দুই দশকেরও বেশি পথ, আর এই দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপে লিখেছে সাফল্যের গল্প। শনিবার (৪ অক্টোবর) দেশের অন্যতম বৃহৎ এই শপিং ডেস্টিনেশন উদযাপন করল তার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী, যেখানে জমকালো আয়োজন আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১০টায় লেভেল-১ এর অ্যাট্রিয়ামে আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের, যেখানে অংশ নেন দর্শনার্থী, ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা। এর মাধ্যমে শুভ সূচনা হয় দিনব্যাপী উৎসবমুখর আয়োজনের।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “বসুন্ধরা সিটি এসেছে একজন স্বপ্নদ্রষ্টা ও পথপ্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে—যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান। আজ বসুন্ধরা সিটি শুধু একটি শপিং মল নয়, বরং পরিবার, বন্ধু-বান্ধব ও দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতার জায়গা। আমাদের লক্ষ্য এই অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও সমৃদ্ধ করা।”
বৈচিত্র্যময় অনুষ্ঠান ও সুরের মুগ্ধতা
দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট ও কনসার্ট। বিশেষ পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা। তাঁদের মনোমুগ্ধকর গান ও পরিবেশনায় উপস্থিত দর্শকরা দারুণভাবে মুগ্ধ হন, আর কোলাহলমুখর মল ভরে ওঠে সুরের আবেশে।
সহযোগী ব্র্যান্ডদের কৃতজ্ঞতা
এই আয়োজনকে সফল করে তুলতে পাশে ছিল বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড—ক্লাব হাউস, ফ্রীল্যান্ড, বে, তুরাগ একটিভ এবং ইরানি বোরকা বাজার। আয়োজকদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সাফল্যের ২১ বছর
গ্রাহক, অংশীদার ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় বসুন্ধরা সিটি শপিং মল তার গৌরবময় ২১ বছরের যাত্রা উদযাপন করেছে। শুধু একটি বাজার নয়, এটি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ের কাছাকাছি এক মিলনমেলা, যেখানে কেনাকাটার সঙ্গে মিশে আছে বিনোদন, বন্ধুত্ব ও স্মৃতির উজ্জ্বল মুহূর্ত।
বিআলো/তুরাগ