মরহুম দানু মিঞা আলমদার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন
মাগুরা প্রতিনিধি: এস এম শিমুল রানা: চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলমদার পাড়া গ্রামে শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৫টায় মরহুম দানু মিঞা আলমদার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ব্লাড পরীক্ষা পরিচালিত হয়। পাশাপাশি, বিভিন্ন প্রজাতির চারা-গাছও বিতরণ করা হয়, যা পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আরমান আলমদার, মাওলানা সৈয়দ মোহাম্মদ শফিউল হক চিশতি, খতিব আলমদারপাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ। অনুষ্ঠান শুরুতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আরমান আলমদার মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, ওষধী ও বনজ জাতের চারাগাছ বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদের মুসল্লিরাও উপস্থিত ছিলেন। চারাগাছ বিতরণের মাধ্যমে সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আলমদার ট্রাভেলস এন্ড ট্যুরস, প্রোপাইটর মুহাম্মদ আরমান আলমদার এর সহযোগিতা উল্লেখযোগ্য।
বিআলো/তুরাগ