আবেগ ছুঁয়ে যাওয়া সুরে সজীবের পরিচালনায় ‘তোমার নিষ্ঠুর আচরণ’
আবেগই সংগীতের সবচেয়ে বড় শক্তি—এই গান তার প্রমাণ
বিনোদন প্রতিবেদক: ভালোবাসা, অভিমান আর হারিয়ে যাওয়া অনুভূতির গল্প—সেই চিরচেনা আবেগকে নতুনভাবে জীবন্ত করেছে আনপ্লাগড গান ‘তোমার নিষ্ঠুর আচরণ’। গভীর কথায়, মায়াবী কণ্ঠে এবং সজীব পরিচালনায় নির্মিত এই গানটি প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক নরম আবেগের ঢেউ।
গানটির কথা লিখেছেন গীতিকবি সাইফুল বারী, আর কণ্ঠ ও সুর দিয়েছেন প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী সুজন আহমেদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন সজীব হোসেন, যিনি এর আবেগ ও মেজাজকে চিত্রায়ণে তুলে ধরেছেন অসাধারণ নান্দনিকতায়। ক্যামেরায় ছিলেন এম এইচ রাজ, মেকআপ করেছেন মেহেদী, এবং এডিট ও কালার গ্রেডিংয়ের কাজ করেছেন পরিচালক নিজেই। পুরো প্রজেক্টটি প্রকাশিত হয়েছে ইউটিউবের ‘সুজন আহমেদ অফিসিয়াল’ চ্যানেলে।
গানটি প্রকাশ উপলক্ষে শিল্পী সুজন আহমেদ বলেন, “এই গানটি আমার হৃদয়ের খুব কাছের। অনেক ভালোবাসা দিয়ে করেছি। আনপ্লাগড স্টাইলে করার ফলে শ্রোতারা গানের প্রতিটি শব্দের গভীরতা আরও বেশি অনুভব করবেন বলে আমি বিশ্বাস করি।”
গীতিকবি সাইফুল বারী বলেন, “ভালোবাসা ও অভিমান আমাদের জীবনের প্রতিদিনের গল্প। সেই চেনা অনুভব থেকেই গানটির কথা লিখেছি। আশা করছি, শ্রোতাদের হৃদয়ে এটি ছোঁয়া দেবে।”
পরিচালক সজীব হোসেন বলেন, “গানটির ভেতরের আবেগটাই ছিল আমাদের মূল কেন্দ্রবিন্দু। আমরা চেষ্টা করেছি গল্পের সরলতা ও অনুভবকে ভিজ্যুয়ালে তুলে ধরতে। দর্শক–শ্রোতারা যেভাবে সাড়া দিচ্ছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
গানটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রশংসার বন্যা বইছে। অনেকে বলছেন, ‘তোমার নিষ্ঠুর আচরণ’ শুধু একটি গান নয়, বরং এক নিঃশব্দ ভালোবাসার গল্প—যেখানে কথায়, কণ্ঠে ও দৃশ্যে ফুটে উঠেছে হৃদয়ের বেদনা ও মায়া।
সহজ সুর, হৃদয়ছোঁয়া কথা এবং মায়াবী উপস্থাপনায় ‘তোমার নিষ্ঠুর আচরণ’ হয়ে উঠেছে এই বছরের অন্যতম আলোচিত আনপ্লাগড সং। যা মনে করিয়ে দেয়, আজও সংগীতের সবচেয়ে বড় শক্তি হলো আবেগ।
বিআলো/তুরাগ