নিষেধাজ্ঞার প্রথম দিনে বরগুনায় বরফ কলের বিদ্যুৎ বিচ্ছিন্ন, ট্রলার জব্দ
নিজস্ব প্রতিবেদক: মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনেই বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এ সময় একটি বরফবোঝাই ট্রলার জব্দ করা হয় এবং ১৬টি বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ।
পাথরঘাটা উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা শুরুর আগের রাত অর্থাৎ ৩ অক্টোবর গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম দুলালের মালিকানাধীন এফবি জাহানারা নামের একটি মাছ ধরার ট্রলারে বরফ ভরার খবর পায় মৎস্য বিভাগ। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করা হয় এবং বরফগুলো ধ্বংস করা হয়।
অপরদিকে, ইলিশ ধরা ও পরিবহন ঠেকাতে শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় পাথরঘাটার ১৬টি বরফ কলের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, “নিষেধাজ্ঞা কার্যকরে আমরা কড়া অবস্থানে আছি। ইতোমধ্যে ট্রলার জব্দ ও বরফ কলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিদিনই টহল ও অভিযান চলবে।”
তিনি আরও জানান, আগামী ২২ দিন মৎস্য বিভাগ ছাড়াও প্রশাসনের বিভিন্ন সংস্থা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করবে, যাতে কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করতে না পারে।
বিআলো/শিলি