ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৪৬
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের নির্দেশ অমান্য করে ইসরাইল আবারও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর টানা আক্রমণে অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার রাতে হামাস যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার পর ট্রাম্প ইসরাইলকে হামলা থামানোর নির্দেশ দেন। তবে পরদিন সেই নির্দেশ অগ্রাহ্য করে ইসরাইলি বাহিনী গাজা সিটির তুফ্ফাহ এলাকায় এক বাড়িতে বিমান হামলা চালায়। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে একজনের বয়স মাত্র আট মাস।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন ত্রাণ প্রত্যাশীও ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৪ জনে। ধ্বংসস্তূপে পরিণত উপত্যকাজুড়ে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় খাদ্যাভাব ও পুষ্টিহীনতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহার-অপুষ্টিজনিত মৃত্যু বেড়ে দাঁড়াল ৪৫৯ জনে, যাদের মধ্যে ১৫৪ জন শিশু।
ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) সর্বশেষ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। সূত্র: আলজাজিরা
বিআলো/শিলি