• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
    • ঢাকা, বাংলাদেশ

    করদাতাদের জন্য জানুন করমুক্ত সীমা ও রিটার্নের সময়সীমা 

     dailybangla 
    05th Oct 2025 2:31 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: আগামী ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য করমুক্ত সীমা unchanged থাকায়, আয় অনুযায়ী কর দিতে হবে। জেনে নিন, আপনার আয় কত হলে কর দিতে হবে এবং শ্রেণি অনুযায়ী করমুক্ত সীমা কত।

    অক্টোবর-নভেম্বর মাসে দেশে করদাতাদের মধ্যে রিটার্ন জমা দেওয়ার ব্যস্ততা শুরু হয়েছে। করদাতারা প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে আইনজীবীর কাছে দৌড়াদৌড়ি করছেন।

    এবারের করবছরে করমুক্ত আয়সীমা কোনোটা বাড়ানো হয়নি। অর্থাৎ, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আয়ের ভিত্তিতে কর নির্ধারণ করা হবে।

    করমুক্ত সীমা শ্রেণি অনুযায়ী:
    * সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা
    * নারী ও ৬৫ বছরের বেশি বয়সি করদাতা: ৪,০০,০০০ টাকা
    * তৃতীয় লিঙ্গ ও প্রতিদ্বন্দ্বী করদাতা: ৪,৭৫,০০০ টাকা
    * গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা: ৫,০০,০০০ টাকা
    * প্রতিবন্ধী সন্তানের পিতা-মাতা: নিয়মিত সীমার সঙ্গে অতিরিক্ত ৫০,০০০ টাকা ছাড়

    কর নির্ধারণের হার:
    * প্রথম ৩,৫০,০০০ টাকার পর প্রথম ১,০০,০০০ টাকার জন্য: ৫%
    * পরবর্তী ৪,০০,০০০ টাকার জন্য: ১০%
    * পরবর্তী ৫,০০,০০০ টাকার জন্য: ১৫%
    * পরবর্তী ৫,০০,০০০ টাকার জন্য: ২০%
    * পরবর্তী ২০,০০,০০০ টাকার জন্য: ২৫%
    * বাকি আয়ের জন্য: ৩০%

    নতুন করদাতার ন্যূনতম কর:
    * নতুন করদাতা: ১,০০০ টাকা
    * ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি: ৫,০০০ টাকা
    * অন্যান্য সিটি কর্পোরেশন: ৪,০০০ টাকা
    * সিটি করপোরেশন ব্যতীত জেলা ও থানা এলাকা: ৩,০০০ টাকা

    এনবিআর সূত্র জানিয়েছে, বর্তমানে প্রায় ১.১৫ কোটি টিআইএনধারী আছেন। চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031